ব্রাহ্মণবাড়িয়ায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী চিন্তাধারার বিকাশে “আন্তঃস্কুল বিজ্ঞান মেলা ও উৎসব” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে এআরডি ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞান নেটওয়ার্ক ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগিতায় দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাহমিনা আক্তার।
এআরডি’র প্রধান উপদেষ্টা মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোঃ ইশতিয়াক ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামাল, সিনিয়র সাংবাদিক মোঃ আরজু, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহীন এবং নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন এআরডি’র নির্বাহী পরিচালক ইয়াসমিন জাহান।
মেলায় সদর উপজেলার ২৮টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়। ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা প্রজেক্ট প্রদর্শনী, বিজ্ঞানভিত্তিক দেয়ালিকা ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
এর আগে সকালে মেলার উদ্বোধন করেন জেলা শিক্ষা কর্মকর্তা জুলফিকার হোসেন।