ব্রাহ্মণবাড়িয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার বাসুদেব এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় শরীফ (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত শরীফ রাজশাহী জেলার বাঘা থানার ভানুকর গ্রামের টেংরা মিয়া ও মোসা. মালেকা বেগমের ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।