মাদকবিরোধী অভিযানে ২৯ পিস ইয়াবাসহ নাছিম উদ্দীন (২৬) নামের এক মাদককারবারীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ১০ টার দিকে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার নগর বোয়ালীয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক নাছিম উদ্দীন ওই গ্রামের সোহরাব উদ্দীনের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, র্যাব -১২, সিপিসি-৩ মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার নগর বোয়ালীয়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ২৯ পিস ইয়াবাসহ আসামিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি দীর্ঘদিন যাবৎ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা অন্য এলাকা হতে ক্রয় করে এনে নিজ এলাকাসহ আশপাশের এলাকায় বিক্রয় করে যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে মর্মে স্বীকার করেন।
র্যাব আরও জানায়, আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের পূর্বক আসমীকে আলমডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।