
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের কলাকান্দা নতুন গ্রামে এক বিভৎস ঘটনা ঘটেছে। গতরাতে (বুধবার) আনুমানিক রাত ২টার সময় স্থানীয় কৃষক মো. সুট্টু মিয়ার বাড়িতে একদল দুর্বৃত্ত প্রবেশ করে গরু বিক্রির দুই লক্ষ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।
পরিবারের সদস্যদের দাবি, দুর্বৃত্তরা ঘরে ঢুকে প্রথমেই ভয় দেখিয়ে চিৎকার বন্ধ করতে সুট্টু মিয়া ও তার স্ত্রীকে হাত-পা বেঁধে ফেলে। মুখে কাপড় বেঁধে দেয় যাতে তারা সাহায্যের জন্য কাউকে ডাকতে না পারেন। সারা রাত দুজন স্বামী-স্ত্রী অন্ধকার ঘরে ভয় আর ব্যথার মধ্যে অসহায়ভাবে পড়ে ছিলেন।
ভোরে প্রতিবেশীরা অস্বাভাবিক নীরবতা টের পেয়ে ছুটে এসে দেখেন দুজন মানুষ বিছানায় হাত-পা বাঁধা, মুখে কাপড়, চোখে আতঙ্কের ছাপ। পরে স্থানীয়দের সহায়তায় তাদের মুক্ত করা হয়।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরেই এই অমানবিক হামলার ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা বলেন,মানুষের মাঝে এমন নিষ্ঠুরতা কবে শেষ হবে? তারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।