
ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধনের ঘোষণা
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আয়োজিত আলোচনা সভায় বক্তারা ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন।
বক্তারা বলেন, “ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে কাজী নাজমুল হোসেন তাপসকে মনোনয়ন দিতে হবে। তিনি দলের নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতা, দীর্ঘদিন ধরে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছেন।”
তারা আরও বলেন, “এই আসনের মনোনয়ন পুনর্বিবেচনা করে তাপসকে মনোনয়ন দেওয়া না হলে, আমরা আগামী রবিবার সকাল ১০টায় নবীনগর পৌর এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করবো। এখনও সময় আছে, আমরা ধানের শীষ প্রতীক ঘরে নিয়ে আসবো।”
বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের সিনিয়র নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান, যেন তাঁরা জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজী নাজমুল হোসেন তাপসকে মনোনয়ন প্রদান করেন।
শুক্রবার বিকেলে নবীনগর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আনিসুল ইসলাম মঞ্জু, উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার সফিকুল ইসলামসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি নবীনগর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। আলোচনা সভায় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।