ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) সংসদীয় আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমানকে মনোনয়ন দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ৮ নভেম্বর) বিকেলে আখাউড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচীর অংশ হিসেবে আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মায়াবি সিনেমা হল মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে “কসবা-আখাউড়া তৃণমূল বিএনপির নেতা-কর্মীদের দু:সময়ে পাশে ছিলেন, জেলা বিএনপির সদস্য ও দলীয় মনোনয়ন প্রত্যাশী কবির আহমেদ ভূইয়া। অথচ তাকে মনোনয়ন দেয়া হয়নি। যাকে মনোনয়ন দেয়া হয়েছে তিনি গত ১৭ বছর ধরে মাঠে ছিলেন না, দলীয় নেতা-কর্মীদের খবর নেননি। এমন একজনকে মনোনয়ন দেয়া হয়েছে।” যা আখাউড়াবাসী মেনে নেবে না।
বক্তারা অবিলম্বে মুশফিকুর রহমানের মনোনয়ন পুনর্বিবেচনা করে বাতিল করার দাবি জানান। পাশাপাশি কবির আহমেদ ভূইয়াকে মনোনয়ন দেয়ার দাবি জানান। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “দাবি মানা না হলে কসবা-আখাউড়া অচল করে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।”
এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু ভূইয়া, সাধারণ সম্পাদক মোঃ আক্তার খাঁনসহ স্থানীয় নেতা কর্মীরা। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার ওয়ার্ড থেকে আগত বিপুলসংখ্যক নেতা-কর্মী, সাধারণ মানুষ ও নারী সমর্থকরা বিক্ষোভ মিছিলে অংশ নেন।