পঞ্চগড়ের সদর উপজেলার টুনিরহাটে গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের চুড়ান্ত খেলা শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বিকেলে এ চুড়ান্ত খেলায় পঞ্চগড়ের সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহিল জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। । চুড়ান্ত খেলায় নওগা ফুটবল উন্নয়ন একাডেমি ও পঞ্চগড়ের বোদা উপজেলা বিপুল ফুটবল একাডেমি অংশ নেন। খেলায় বোদা উপজেলা বিপুল ফুটবল একাডেমি ১ -০ গোলে জয়ী হন।
চুড়ান্ত খেলার সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি ও কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল প্রধান।
জেলা প্রশাসন, পঞ্চগড় সদর উপজেলা প্রশাসন, কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদ, টুনিরহাট বাজার বনিক সমিতি, টুনিরহাট লাল তরুন স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় ও টুনিরহাট জুনিয়র ফুটবল একাডেমির আয়োজনে এ টুনামেন্ট অনুষ্ঠিত হয়। ৭ অক্টোবর টুনামেন্টটি শুরু হয়। এতে ৮টি দল অংশ নেয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, কামাত কাজলদিঘী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাহার আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি, জামায়াতে ইসলামীর কাজলদিঘী ইউনিয়নের আমীর ইউনুস আলী, প্রচার সম্পাদক মখলেছার রহমান টুনিরহাট বাজার বনিক সমিতির সভাপতি আব্দুল গনি, সাধারণ সম্পাদক শাহ মোঃ মোতাহার আলী, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান, টুনিরহাট আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক, পঞ্চগড় সদর উপজেলার শ্রমিক কল্যান ফেডারেশনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, টুনিরহাট খেলোয়াড় কল্যান ক্লাবের সভাপতি আব্দুল মান্নান প্রধান, সহ সভাপতি আবু তাহের প্রধান, টুনিরহাটের লাল তরুন স্পোর্টিং ক্লাবের সভাপতি নাসির আলী শাহ, বাফুফে পঞ্চগড় জেলা শাখার সদস্য মোঃ সাইফুল্লাহ।