
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে নজিরবিহীন মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নবীনগর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে রবিবার সকাল ১১টায় নবীনগর পৌর এলাকার আলিয়াবাদ থেকে শুরু হয়ে ঝিনুকপুর ইউনিয়নের বাঙ্গুরা পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়, যা দুপুর পর্যন্ত অব্যাহত থাকে।
খণ্ড খণ্ডভাবে রাস্তার দুই পাশে হাজারো মানুষ দাঁড়িয়ে দলীয় স্লোগানে মুখরিত করে তোলে নবীনগরের প্রধান সড়ক। নারী-পুরুষ, তরুণ-যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা রূপ নেয় এক বিশাল জনসমুদ্রে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য আবু সাঈদ। এতে বক্তব্য রাখেন নবীনগরের সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ মাঈনুল, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ সফিক মোল্লা, ছাত্রদল নেতা ইকবাল হোসেন রাজু প্রমুখ।
বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, বিএনপির সম্ভাব্য প্রার্থী আব্দুল মান্নান অতীতের তিনটি জাতীয় নির্বাচন—২০০১, ২০০৮ ও ২০১৮ সালে ধানের শীষের প্রার্থীর পক্ষে কখনো মাঠে দেখা যায়নি। বরং তিনি দলের সংকটময় সময়ে নিষ্ক্রিয় থেকে দলের বিজয়ের সম্ভাবনাকে দুর্বল করেছেন। এতে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে গভীর হতাশা, ক্ষোভ ও বিক্ষোভের জন্ম হয়েছে। এমন বিতর্কিত ও অজনপ্রিয় প্রার্থীকে পুনরায় মনোনয়ন দেওয়া হলে নবীনগরে বিএনপি আরও দুর্বল হয়ে পড়বে। তাই অবিলম্বে আব্দুল মান্নানের মনোনয়ন বাতিল করে নবীনগরের ত্যাগী, নির্ভীক ও জননন্দিত নেতা কাজী নাজমুল হোসেন তাপসকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দিতে হবে। অন্যথায় নবীনগরের বিএনপি পরিবার কঠোর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, “যে নেতা দলের দুঃসময়ে পাশে থাকেননি, তাকে পুনরায় মনোনয়ন দেওয়া মানে দলের প্রতি অবিচার। মানববন্ধনে বিএনপি নেতা-কর্মী, নারী ও সাধারণ জনগণের উপস্থিতি নবীনগরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে তোলে।