মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে মসুরী ভাজা বিলে পদ্ম ফুল তুলতে আপন দুই বোনসহ ৪ শিক্ষার্থী পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীরা হলো, রাজনগর গ্রামের মল্লিকপাড়ার সামাদের দুই মেয়ে ফাতেমা খাতুন (১৪) ও আফিয়া খাতুন (১০), সামাদের ভাই সাহারুল ইসলামের মেয়ে আলেয়া খাতুন (১০) এবং প্রতিবেশি ইসার আলীর মেয়ে মিম খাতুন (১৪)। নিহতদের মধ্যে ফাতেমা ও মিম মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। আর আফিয়া ও আলেয়া রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
নিহত ফাতেমা (১৪) ও মিম (১৪) অষ্টম শ্রেণীর ছাত্রী, চতুর্থ শ্রেণীর ছাত্রী আফিয়া (১০) ও আলসিয়া (১০)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে চার শিশু একসঙ্গে মসুরিভাজা বিলে শাপলা তুলতে যায়। দীর্ঘ সময়েও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে চার শিশুর মরদেহ ভেসে উঠতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনার পর গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
চার শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর সদর থানা ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।