কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকা আগামীকালের (বৃহস্পতিবার, ১৩ নভেম্বর) লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শেরপুর শহর ও সদর উপজেলা শ্রমিকদল।
আজ বুধবার (১২নভেম্বর)রাতে বিক্ষোভ মিছিলটি জেলা শহরের রঘুনাথপুরস্হ জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও শহর শ্রমিকদলের সভাপতি মাসুদুর রহমান নয়ন, সদর উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ও শহর শ্রমিকদলের সাধারণ সম্পাদক আলম বাদশা প্রমুখ ।
এসময় বক্তারা বলেন, আগামীকাল শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণাকে কেন্দ্র করে নিষিদ্ধ দল আওয়ামী লীগের পক্ষ থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে। সারা দেশে আওয়ামী লীগের সন্ত্রাসীরা অগ্নিকান্ড ও বোমাবাজি শুরু করেছে। আগামীকাল যদি আওয়ামী লীগ রাস্তায় নামলে কোমর ভেঙ্গে দেয়া হবে।
এ সময় অন্যন্যাদের মধ্যে উপস্হিত ছিলেন শেরপুর সদর উপজেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি হোসেন আলী,শহর যুবদলের যুগ্ম আহ্বয়াক জামিল হোসেন সরকার, শহর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানসহ ইউনিয়ন ও ওয়ার্ডের নোতাকর্মীরা উপস্হিত ছিলেন।