ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের আমতলী এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে এই অগ্নিকাণ্ডে ব্যাংকের আসবাবপত্র ও ঋণ বিতরণের গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। এ সময় ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে থাকা ৪-৫ জন প্রহরী ঘটনাস্থলে ছিলেন বলে জানা গেছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, “অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। আমরা বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখছি।”স্থানীয়দের মধ্যে এই অগ্নিকাণ্ডকে ঘিরে নানা প্রশ্ন ও রহস্যের সৃষ্টি হয়েছে।