প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ২:২০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২৫, ৮:০২ পি.এম
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির মনোনয়ন বঞ্চিত কবির সমর্থকদের কাফন মিছিল

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপির মনোনয়ন বঞ্চিত কবির আহমেদ ভূঁইয়ার সমর্থকরা কাফনের কাপড় পরে বিক্ষোভ করেছে। বুধবার বিকেলে কসবা আড়াইবাড়ী দরবার শরীফ থেকে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সক পদক্ষিন করে সুপার মার্কেট এর সামনে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে।
বিক্ষোভকারীরা কাফনের কাপড় গায়ে দিয়ে প্রতিবাদ জানায় এবং মুশফিকুর রহমানের প্রার্থীতা বাতিলের দাবি জানান। তাদের অভিযোগ—দলের দুঃসময়ে মাঠে থাকা নেতা, গুমের শিকার কবির আহমেদ ভূঁইয়াকে বাদ দিয়ে দীর্ঘ ১৭ বছর ধরে মাঠে অনুপস্থিত মুশফিকুর রহমানকে মনোনয়ন দেওয়া হয়েছে।
দলের সংকটে যে পাশে ছিলেন, তাকে উপেক্ষা করে এমন সিদ্ধান্ত তৃণমূলের সঙ্গে অবিচার। বিক্ষোভকারীরা মুশফিকুর রহমানের প্রার্থীতা বাতিলের দাবি জানিয়ে হুঁশিয়ারি দেন—এই সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে কসবা অচল করে আন্দোলনে নামবেন তারা। মনোনয়ন ইস্যুতে বিএনপির অভ্যন্তরে এমন তীব্র ক্ষোভ কসবায় নতুন রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি করেছে। এতে বক্তব্য রাখের, কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাভোকেট ফখরদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপণসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় বিভিন ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতাকর্মীরা ও হাজার হাজার সাধারণ মানুষ বিক্ষোভ মিছিলে অংশ নেয়।
Copyright © 2025 One News BD 24. All rights reserved.