
মেহেরপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আলম সিদ্দিকীর সরকারি বাসভবনে এসি বিস্ফোরণে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে মূহুর্তেই ভবনের দ্বিতীয় তলায় আগুন ছড়িয়ে পড়ে। বুধবার বিকেলে মেহেরপুর-মুজিবনগর সড়কের কোর্ট এলাকায় অবস্থিত পুলিশ সুপারের সরকারি বাসভবনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে কক্ষের ফ্রিজ, আসবাবপত্র ও বৈদ্যুতিক সামগ্রী ক্ষতিগ্রস্থ হয়েছে।
জানা যায়, বুধবার বিকেলে পুলিশ সুপারের বাসভবনের একটি কক্ষে এসি থেকে হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে ঘরের মধ্যে ধোঁয়া ও আগুনের শিখা দেখা দিলে সাথে সাথেই ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের একটি দল তারা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর চেষ্টা করেন। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
মেহেরপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাকরিয়া হায়দার বলেন, আমরা খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সাথে সাথে ঘটনাস্থলে পৌছে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসির বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বিস্ফোরণ ও অগ্নিকান্ডের সূত্রপাত হয়।
পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আলম সিদ্দিকী বলেন, ভবনটিতে আমি একাই থাকি। এসময় আমি বাসভবনে ছিলাম না। কেয়ারটেকারের মাধ্যমে খবর পেয়ে এসে দেখি আগুন জ¦লছে। ডাইনিং স্পেসে যে এসিটা ছিলো ওখানেই আগুন দেখতে পাই। ওই স্পেসে থাকা ফ্রিজ, আসবাবপত্র সব পুড়ে গেছে। বিস্তারিত প্রতিবেদন ফায়ার সার্ভিস যখন দেবে তখন বিষয়টি জানা যাবে।