বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে এক নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে লক্ষ্মীপাশা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতে ইসলামের সভাপতি অধ্যাপক আবুয়াল হাছান। সভা পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা সহিদুল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলার সেক্রেটারি ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাহমুদুন্নবী তালুকদার। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা অফিস সম্পাদক মাওলানা রেদোয়ানুল হক সাহেদী, বাকেরগঞ্জ উপজেলা জামায়াতের অফিস সম্পাদক, ইউনিয়নের সাধারণ সম্পাদক আরিফুর রহমান, শিক্ষক আবুল কালাম কাজীসহ স্থানীয় ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় ৬নং ও ২নং ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে বিকেল সাড়ে ৫টায় ২নং ওয়ার্ডের শিয়ালঘুনি ইটখলা বাজারে আরও একটি নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, ভোটারদের সঙ্গে নিবিড় যোগাযোগ ও জনসম্পৃক্ততা আরও জোরদারের আহ্বান জানানো হয়।