
অগ্নিকান্ডের ঘটনায় অসহায় সেই পরিবার গুলোর পাশে দাঁড়িয়েছেন ঠাকুরগাঁও জেলা যুবদল। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক আবু হানিফ মুক্তা, সদস্য সচিব জাহিদুর রহমান জাহিদ সহ অন্যান্যরা।
ঠাকুরগাঁওয়ে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ প্রদান করেছে যুবদল। আজ দুপুরে সংগঠনটির স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রীসহ নগদ অর্থ তুলে দেন।
এসময় যুবদলের সদস্যরা বলেন, দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোই তাদের দায়িত্ব। তারা আরও জানান, ভবিষ্যতেও যেকোনো সংকটে অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে কাজ করছে যুবদল। ক্ষতিগ্রস্ত পরিবার যুবদলের এই সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ করে জানায়, আগুনে সবকিছু হারিয়ে তারা বিপর্যস্ত হয়ে পড়েছিল। এই সহায়তা তাদের নতুনভাবে দাঁড়াতে সাহস যোগাবে।
এর আগে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নে অগ্নিকাণ্ডে ১৪ টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত বৃহস্পতিবার দুপুরে উত্তর ফকদনপুর কৈলাসপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশে পাশের ঘরে গুলোতে। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় প্রায় ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।