গলাচিপা পৌরশহরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত রতনদী খালে চলছে খনন ও পুনঃখনন কাজ। দীর্ঘদিন ধরে পলি জমে খালের নাব্যতা কমে যাওয়ায় পানি নিষ্কাশনে দুর্ভোগে পড়তে হতো স্থানীয় বাসিন্দাদের। এবার সেই দুর্ভোগ লাঘব ও শহরের জলাবদ্ধতা দূর করতে শুরু হয়েছে ব্যাপক খননকাজ, যা ইতোমধ্যেই দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে।
এলাকাবাসী জানান, রতনদী খালটি উপজেলার প্রধান জলধারাগুলোর একটি। বর্ষা মৌসুমে পানি জমে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হতো। খালটি গভীর ও প্রশস্ত হলে পানি প্রবাহ সহজ হবে এবং আশেপাশের বসতবাড়ি, সড়ক, বাজারসহ বিভিন্ন স্থানে পানি স্থায়ীভাবে না থাকার সুবিধা পাবে মানুষ।
পৌরসভা সূত্রে জানা যায়, প্রকল্পের মাধ্যমে খালটির বিভিন্ন অংশে মাটি অপসারণ, তীর সংরক্ষণ, সেতু-কালভার্ট এলাকার প্রতিবন্ধকতা দূরীকরণসহ সার্বিক উন্নয়ন কাজ চলছে। পাশাপাশি খালটিকে দীর্ঘমেয়াদে কার্যকর রাখতে সঠিক রক্ষণাবেক্ষণের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
খাল খনন কাজে নিয়োজিত প্রকৌশলী বলেন, “আমরা দ্রুততম সময়ে মানসম্মত কাজ শেষ করার চেষ্টা করছি। খাল পুনঃখনন হলে পানি প্রবাহ স্বাভাবিক হবে, বর্ষায় জলাবদ্ধতা থাকবে না এবং শহরের পরিবেশও আরও সুন্দরে রূপ নেবে।”
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা জানান, বহুদিন ধরেই খাল খননের দাবি ছিলো সকলের। অবশেষে কাজ শুরু হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেন। তাদের প্রত্যাশা, এই উন্নয়ন কাজ শেষ হলে গলাচিপা পৌরশহরের চেহারা বদলে যাবে।
রতনদী খাল খননের ফলে গলাচিপাবাসীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধান এবং শহরের নান্দনিক পরিবেশ ফিরিয়ে আনার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।