
কৃষকের সার সিন্ডিকেটের কাছে জিম্মি না করতে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত নীতিমালা-২০২৫ বাতিল করে ২০০৯ সালের নীতিমালা পুনর্বহালের দাবি জানিয়েছে বাংলাদেশে ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে আশুগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানায় সংগঠনটির ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিট।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএফএ’র ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিটের সভাপতি মো. জালাল উদ্দিন।
২০০৯ এর নীতিমালা অনুযায়ী প্রতি ইউনিয়নে একজন ডিলার, দুইজন সাব-ডিলার এবং নয়জন খুচরা বিক্রেতার মাধ্যমে কৃষক পর্যায়ে সার বিক্রয় করা হয়। তবে ২০২৫ সালের নীতিমালায় প্রতি ইউনিয়নে তিনজন করে ডিলারের মাধ্যমে সার বিক্রি হবে।
সংবাদ সম্মেলনে জালাল উদ্দিন অভিযোগ করে বলেন, সাব-ডিলার এবং খুচরা বিক্রেতা বাদ দিয়ে শুধুমাত্র তিনজন ডিলার থাকলে সার সিন্ডিকেটে চলে যাবে। এতে করে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন।
তিনি আরও বলেন, নতুন নীতিমালা বাস্তবায়ন হলে প্রতিটি ইউনিয়নের সারের বরাদ্দ তিন ভাবে বিভক্ত হবে। এছাড়া নতুন করে গুদাম ও বিক্রয়কেন্দ্র স্থাপনে বিপুল অর্থ ব্যায় হবে। পাশাপাশি মাঠ পর্যায়ে সার সরবরাহে জটিলতা দেখা দিবে।
এছাড়াও সংবাদ সম্মেলনে ডিলারদের বিক্রয় কমিশন বৃদ্ধিরও দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে বিএফএ’র ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিটের জ্যেষ্ঠ সহসভাপতি মো. জাকির হোসেন, সহসভাপতি মো. ইব্রাহিম মোল্লা ও মো. সেলিম সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফিরোজ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।