পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্সের আয়োজনে তৃতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে আল্ট্রা ম্যারাথন প্রতিযোগিতা ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা: এডিশন ৩’। প্রতিবার নতুন সব পাহাড়ি রাস্তার অপ্রচলিত ও নতুন রুটে আয়োজনের ধারাবাহিকতা এবারও বজায় রাখতে চলেছেন আয়োজকেরা। এবারের আয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী নির্মিত আলীকদম-পোয়ামুহুরী সড়কের কুরুকপাতা পর্যন্ত দৌড়াবেন দৌড়বিদরা।
জানা যায়, ২০২৩ সালের আয়োজনটি হয়েছিল দেশের সর্বোচ্চ মোটরেবল সড়ক আলীকদম-ডিম পাহাড়-থানচি সড়কে। আর বান্দরবান-চিম্বুক সড়কের দারুণ সব বাঁকে গত বছর দৌড়েছেন অংশগ্রহণকারীরা। দেশের এন্ডুরেন্স অ্যাথলেটরা সারাবছরই অপেক্ষায় থাকেন পাহাড়ি পথে নতুন অ্যাডভেঞ্চারের স্বাদ দেওয়া এ আয়োজনের।
‘বন্যপ্রাণীর জন্য, পৃথিবীর জন্য’—প্রতিপাদ্যকে ধারণ করে আগামী ৫ ডিসেম্বর ভোরে পর্দা উঠবে এ আয়োজনের। দেশের বনাঞ্চলের বিলুপ্তপ্রায় প্রাণীগুলো সংরক্ষণের ব্যাপারে সচেতনতা তৈরিতে শুরু থেকেই মুখর সামাজিক যোগাযোগমাধ্যমে আয়োজনটির ইভেন্টের ওয়াল। আয়োজনের নানান প্রতীকে ব্যবহার করা হয়েছে দেশের বিরলপ্রায় পাখি রাজধনেশের অবয়ব। আকর্ষণীয় ঠোঁটের এ পাখি পাহাড়ি বনের আবাসিক পাখি। একসময় পাহাড়ে নিয়মিতই এটি দেখা গেলেও এখন সংখ্যায় অত্যল্প।
প্রতিযোগিতায় ২৫ কিলোমিটার এবং ৫২ কিলোমিটার নামক দুই ক্যাটাগরিতে অংশ নেবেন দেশের নানা প্রান্ত থেকে আসা প্রায় ৪৫০ দৌড়বিদ। ম্যারাথনের প্রচলিত দূরত্ব ৪২.১৯৫ কিলোমিটার। এর চেয়ে বেশি দূরত্বের যে কোনো দৌড়কে অভিহিত করা হয় আল্ট্রা ম্যারাথন নামে।
সদ্য কৈশোর পেরোনো তরুণদের সাথে সত্তরোর্ধ ব্যক্তিরাও অংশগ্রহণ করতে যাচ্ছেন এ প্রতিযোগিতায়। এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। আল্ট্রা ম্যারাথন ইভেন্ট একটি সম্পূর্ণ দাতব্য উদ্যোগ। ইভেন্ট থেকে যা কিছু উদ্বৃত্ত থাকে, তা চলে যায় আলীকদম ও লামায় অবস্থিত কয়েকটি বিদ্যালয়ের আদিবাসী শিশুদের শিক্ষাখাতে।
ভার্টিক্যাল ড্রিমার্সের আয়োজনে এ আল্ট্রা ম্যারাথনের পৃষ্ঠপোষকতায় থাকছে লিবারেল ফ্যাশন অ্যান্ড প্যাকেজিং, ট্রাভেল প্রো এবং কিচেন এক্সপার্ট। সার্বিক সহায়তায় থাকছে আলীকদম সেনানিবাস, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, আলীকদম উপজেলা প্রশাসন ও আলীকদম থানা।