ব্রাহ্মণবাড়িয়া-৪ আখাউড়া কসবা ও নবীনগর-৫ আসনের বিএনপির মনোনয়ন–সংক্রান্ত অসন্তোষ ঘিরে বিক্ষোভ ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের সমর্থকরা এ দুই জায়গায় পৃথক কর্মসূচিতে বর্তমান মনোনয়ন সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান।
বুধবার রাতে আখাউড়ার নারায়ণপুর মোড় থেকে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে একটি মশাল মিছিল বের হয়। মনোনয়ন বঞ্চিত কবির আহমেদ ভূঁইয়ার সমর্থকরা এ বিক্ষোভ মিছিল আয়োজন করেন, যা আখাউড়া–আগরতলা সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দলের দুঃসময়ে মাঠে থাকা ও গুমের শিকার নেতা কবির আহমেদ ভূঁইয়াকে বাদ দিয়ে দীর্ঘ ১৭ বছর ধরে মাঠে অনুপস্থিত মুশফিকুর রহমানকে মনোনয়ন দেওয়া হয়েছে। তারা মুশফিকুর রহমানের প্রার্থিতা বাতিলের দাবিও জানান। মিছিলে বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
নবীনগরে জনসমাবেশে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পাইলট স্কুল মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে একটি জনসমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য নাজমুল করিম।
সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তকদীর হোসেন জসিম, সায়েদুল হক সাঈদ, জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক নাজমুল হোসেন তাপস, কৃষকদল নেতা কে এম মামুন অর রশিদ, এডভোকেট রাজিব আহসান চৌধুরী প্রমুখ।
বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের বিএনপির মনোনীত প্রার্থীর মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান। তারা এই আসনে মনোনয়ন প্রত্যাশী অপর ৭ জন প্রার্থীর মধ্যে যেকোনো একজনকে মনোনয়ন দেওয়ার দাবি তুলে ধরেন।