আলীকদমে মাতামুহুরি নদীতে সৈয়দ আলম চুন্নু মিয়া নামের এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ নভেম্বর) সকালে নদীতে ভাসমান অবস্থায় মরদেহ দেখে স্থানীয়রা প্রথমে পুলিশকে খবর দেয়। পরে আলীকদম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
বান্দরবানের আলীকদম উপজেলার মাতামুহুরি নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। চুন্নু মিয়া উপজেলার ছাবের মিয়া পাড়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
স্থানীয়দের সহায়তায় মরদেহ পরিচয় শনাক্ত করা সম্ভব হলেও তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।