
ব্রাহ্মণবাড়িয়া-৪ কসবা–আখাউড়া আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সদস্য ও মনোনয়ন প্রত্যাশী কবির আহমেদ ভূঁইয়াকে পুনরায় দলীয় মনোনয়ন দেওয়ার দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে কুমিল্লা–সিলেট মহাসড়কের তিল খালপীরের সৈয়দাবাদ এলাকা থেকে নয়নপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার জুড়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিপুলসংখ্যক বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল এবং সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন প্রমুখ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দলের কঠিন সময়ে কবির আহমেদ ভূঁইয়া মাঠে থেকে শুধু সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়েছেন তা-ই নয়, বরং নেতাকর্মীদের নিয়মিত খোঁজখবর রেখেছেন এবং মামলা-হামলা ও রাজনৈতিক চাপে থাকা কর্মীদের পাশে দাঁড়িয়েছেন। অথচ ত্যাগী ও মাঠের এই নেতাকে উপেক্ষা করে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি মুশফিকুর রহমানকে, যিনি দীর্ঘদিন সাংগঠনিক কার্যক্রমে তেমন সক্রিয় ছিলেন না বলে অভিযোগ করেন তারা।
নেতারা মুশফিকুর রহমানের প্রার্থিতা বাতিল করে কবির আহমেদ ভূঁইয়াকে পুনরায় দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানান।
বক্তারা আরও জানান, এই আসনটি গত কয়েকদিন ধরে রাজনৈতিকভাবে উত্তপ্ত হয়ে আছে। মনোনয়ন বাতিলের দাবিতে স্থানীয়রা বিক্ষোভ, মিছিল, সমাবেশ ও মশাল মিছিল পরিচালনা করে আসছেন।