
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে গলাচিপায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বাদ আছর গলাচিপা কেন্দ্রীয় জামে মসজিদে ইসলামী ছাত্রশিবিরের উপজেলা শাখার উদ্যোগে এ দোয়ার আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে ইসলামী ছাত্রশিবির গলাচিপা উপজেলা সভাপতি কাজী খাইরুল হাসান বলেন, “দেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বিভিন্ন সময় দেশের সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় মনোভাব প্রদর্শন করেছেন। অসুস্থতার কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়ে আইসিইউতে চিকিৎসাধীন থাকায় তার সুস্থতা কামনায় এ দোয়া আয়োজন করা হয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, সুস্থ হয়ে তিনি দেশের ভবিষ্যৎ রাষ্ট্রগঠনে কার্যকর ভূমিকা রাখবেন। তার দৃঢ়তা ও আপোষহীন মনোভাব তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা।”
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রশিবিরের বায়তুলমাল সম্পাদক মো. সিফাতুল্লাহ, গলাচিপা সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি রফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।