
পঞ্চগড়ের দেবীগঞ্জে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর ) সকালে দেবীগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। দেবীগঞ্জ উপজেলা প্রকৌশলীর কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেটস এর জিআইএস এনালিস্ট মাহফুজার রহমান।
গ্রামীন সড়ক মাষ্টারপ্ল্যান (জিআইএস- ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারন বিষয়ক কর্মশালায় অন্যদের থেকে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা প্রকৌশলী শাহরিয়ার শাকিল, উপজেলা কৃষি কর্মকর্তা নাঈম মোর্শেদ, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, মৎস্য কর্মকর্তা রতন কুমার বর্মন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আজমল হোসেন, দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপ সহকারী প্রকৌশলী, সার্ভেয়ার, বিভিন্ন কার্য সহকারী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের ইউএও, বিভিন্ন ঠিকাদার, গণমাধ্যম কর্মী, বনিক সমিতির প্রতিনিধি, মোটর মালিক সমিতির প্রতিনিধিরা দিনব্যাপী এ কর্মশালায় উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা বলেন, গ্রামীন রাস্তাঘাটের অগ্রাধীকার ভিত্তিতে সড়কের উন্নয়ন, কোর কোড নেটওয়ার্কের গুরুত্ব, সড়ক অগ্রাধীকার নীতিমালা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা আরও বলেন, টেকসই গ্রামীন সড়ক অবকাঠামো নির্মাণ ও পরিকল্পনার জন্য কোর কোড নেটওয়ার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে শুধু এলাকার যোগাযোগ ব্যবস্থাই উন্নত হবেনা বরং কৃষি, বানিজ্যসহ স্থানীয় অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে।