
ব্রাহ্মণবাড়িয়ায় লিকেজ মেরামত এবং অবৈধ গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। মঙ্গলবার দুপুরে জেলা শহরের মার্কাজ পাড়ায় জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ম্যাজিস্ট্রেট মনিজা খাতুনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ডিজিএম প্রকৌশলী মোঃ সফিকুল ইসলাম, ব্যবস্থাপক (ইএস) আরিফুজ্জামান হামিদীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
প্রকৌশলী মোঃ সফিকুল ইসলাম জানান, মার্কাজ পাড়া এলাকায় প্রায় ৯০ ভাগ বহুতল ভবনে অবৈধভাবে গ্যাস ব্যবহার করা হচ্ছে। আজকের অভিযানে ২৫টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়। এসব সংযোগের মাধ্যমে শতাধিক চুলায় দীর্ঘদিন ধরে লক্ষাধিক টাকার গ্যাস ব্যবহার করা হচ্ছিল বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, জেলায় গ্যাস লিকেজ শনাক্ত করতে ইতোমধ্যে ২ হাজার গ্রাহকের আঙিনায় লিকেজ পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে ৮শ’ গ্রাহকের আঙিনায় লিকেজ পাওয়া গেছে। লিকেজ মেরামত করা গেলে গ্যাসের চাপ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সরকারি রাজস্বও বেড়ে যাবে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।