বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন
Title :
ঠাকুরগাঁওয়ে বাউল শিল্পীদের ওপর হামলা-মারপিট গলাচিপায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ সেবা ও প্রদর্শনী অনুষ্ঠিত  গাংনীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা-কিশোর নিহত দেবীগঞ্জে প্রাণীসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রদর্শনী অনুষ্ঠিত শেরপুরে টিসিবির ২৪৮ বস্তা চাল জব্দ, আটক ১ গলাচিপায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাত্রশিবিরের দোয়া মাহফিল শেরপুর সরকারি কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত দেবীগঞ্জে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারনে কর্মশালা ব্রাহ্মণবাড়িয়ায় লিকেজ মেরামত ও অবৈধ গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান, ২৫ সংযোগ বিচ্ছিন্ন উপদেষ্টা পরিষদে পাশ হলো ‘গণভোট অধ্যাদেশ-২০২৫’

শেরপুর সরকারি কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর
  • Update Time : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৫ Time View

শেরপুর সরকারি কলেজে সাংবাদিক সমিতির উদ্যোগে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এক ব্যতিক্রমধর্মী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতাটি আয়োজন করা হয়।

কুইজ শুরুর আগেই কলেজের একাদশ শ্রেণির বিভিন্ন বিভাগ ও শাখার শিক্ষার্থীদের ভিড়ে ক্লাসরুম সরগরম হয়ে ওঠে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, কৌতূহল ও আগ্রহ প্রতিযোগিতাকে প্রাণবন্ত করে তোলে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, মোট তিন শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেন, যা সাম্প্রতিক সময়ে কলেজের অভ্যন্তরে আয়োজিত যে কোনো প্রতিযোগিতার তুলনায় উল্লেখযোগ্য উপস্থিতি।

প্রতিযোগিতায় সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়াবলি, বিজ্ঞান, প্রযুক্তি, শেরপুরের ইতিহাস–ঐতিহ্য এবং সমসাময়িক বিষয়ে বিভিন্ন স্তরের প্রশ্ন করা হয়। শিক্ষার্থীরা একক ভাবে অংশগ্রহণ করে বহুনির্বাচনি প্রশ্ন উত্তর করার মাধ্যমে নিজেদের মেধা, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা এবং বিশ্লেষণী ক্ষমতা প্রদর্শন করেন।

শেরপুর সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি আরফান আলী বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সৃজনশীলতা, জ্ঞানচর্চা, প্রতিযোগিতামূলক মনোভাব এবং সময় ব্যবস্থাপনার দক্ষতা বাড়াতে এ আয়োজন করা হয়েছে। তিনি আরো বলেন, “শিক্ষার্থীরা যাতে বইয়ের বাইরের জ্ঞান অর্জনের সুযোগ পায় এবং নিজেদের সার্বিক সক্ষমতা বিকাশ করতে পারে—এ লক্ষ্যেই আমাদের নিয়মিত আয়োজন অব্যাহত থাকবে।”

এদিকে শিক্ষকরা জানান, কুইজ শিক্ষার্থীদের মেধাকে শাণিত করে, পাঠ্যবইয়ের বাইরে জ্ঞানের ক্ষেত্র বিস্তৃত করে এবং আত্মবিশ্বাস বাড়ায়। অভিভাবকরাও এ উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেন।

প্রতিযোগিতা শেষে উত্তরপত্র মূল্যায়নের ভিত্তিতে বিজয়ীদের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে এবং পৃথক এক অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হবে বলে আয়োজকরা জানান।

এসময় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিবুল আওয়াল পাপুল, সাংগঠনিক সম্পাদক মো. জসিম মিয়া, দপ্তর সম্পাদক আমান উল্লাহ হোসাইন, প্রচার সম্পাদক মুবতাসিমুর রহমান সাদিক ও সহযোগী সদস্য আব্দুল আলিম উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin