
পটুয়াখালীর গলাচিপা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উপলক্ষে সাত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে বুধবার প্রাণিসম্পদ চত্বরে র্যালি, আলোচনা সভা ও বিভিন্ন প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান।
তিনি তার বক্তব্যে বলেন, “মানুষের সুস্বাস্থ্য রক্ষায় প্রাণিসম্পদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গরু, মহিষ, ভেড়া, ছাগল, হাঁস-মুরগির মাংস, ডিম ও দুধ আমাদের পুষ্টিচাহিদা পূরণে অনন্য অবদান রাখছে। বর্তমানে প্রাণিসম্পদ চাষে মানুষ আরও উৎসাহিত হচ্ছে। সরকার খামারিদের জন্য চিকিৎসা, কৃত্রিম প্রজনন সেবা, ফ্রি মেডিকেল ক্যাম্পসহ নানামুখী সহায়তা প্রদান করছে। তাই নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় এবং উত্তম উৎপাদনে খামারিদের নিয়মিত ভেটেরিনারি পরামর্শ নেওয়া প্রয়োজন।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. সজল দাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আকতার, জামায়াতে ইসলামী নেতা মোঃ জাকির হোসেন, গণ-অধিকারের সদস্য সচিব জাকির মুন্সি, পৌর জামায়াতের আমীর মাওলানা বেলাল হোসেন।
আলোচনা সভা ও প্রদর্শনীতে স্থানীয় খামারিরা বিভিন্ন জাতের গবাদিপশু, হাঁস-মুরগি, দুগ্ধজাত পণ্য ও আধুনিক খামার সরঞ্জাম প্রদর্শন করেন। প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা খামারিদের উৎপাদন বৃদ্ধি, রোগ প্রতিরোধ, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা ও উন্নত প্রজনন প্রযুক্তি বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানের মাধ্যমে এলাকার খামারিদের প্রাণিসম্পদ উন্নয়ন, নিরাপদ উৎপাদন ও আধুনিক সেবার প্রতি আরও সচেতন ও উদ্বুদ্ধ করা হয়।