
পঞ্চগড়ের দেবীগঞ্জে জাতীয় প্রানী সম্পদ সপ্তাহ উপলক্ষে প্রানী সস্পদ প্রদর্শনী উপলক্ষে প্রানী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ২৬ নভেম্বর সকালে দিনব্যাপী দেবীগঞ্জ উপজেলা প্রানী সম্পদ দপ্তরের কার্যালয়ে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। দেবীগঞ্জ উপজেলা প্রানী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে এ প্রানী সস্পদের প্রদর্শনীর আয়োজন করে।
দেবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্ধোধন করেন।
প্রদর্শনীর আগে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে প্রানী সম্পদ দপ্তরে এসে শেষ হয়। পরে প্রানী সম্পদ প্রদর্শনীর উদ্ধোধন করা হয়।
উদ্ধোধন শেষে অফিস চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেবীগঞ্জ উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা হুমায়ুন কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। এসময় উপস্থিত ছিলেন দেবীগঞ্জের কৃষি কর্মকর্তা নাঈম মোর্শেদ, মৎস্য কর্মকর্তা রতন কুমার বর্মন, দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা উপস্থিত ছিলেন।
প্রদর্শনীতে দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খামারি ও কৃষকরা তাদের ফ্রিজিয়ান, শাহীয়াল জাতের গাভী ও ষাড় নিয়ে আসেন প্রদর্শনীতে। এছাড়াও ছাগল, ভেড়াসহ বিভিন্ন জাতের ঘাসের প্রদর্শনী অনুষ্ঠিত হয়।