বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ন
Title :
নারায়ণগঞ্জে বিয়ের অনুষ্ঠান থেকে কনের বাবাকে অপহরণের অভিযোগ বাউল শিল্পীদের ওপর হামলা নিন্দনীয় ও ন্যক্কারজনক: ফখরুল ইসলাম গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন কার্যালয় দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে বাউল শিল্পীদের ওপর হামলা-মারপিট গলাচিপায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ সেবা ও প্রদর্শনী অনুষ্ঠিত  গাংনীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা-কিশোর নিহত দেবীগঞ্জে প্রাণীসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রদর্শনী অনুষ্ঠিত শেরপুরে টিসিবির ২৪৮ বস্তা চাল জব্দ, আটক ১ গলাচিপায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাত্রশিবিরের দোয়া মাহফিল শেরপুর সরকারি কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাউল শিল্পীদের ওপর হামলা নিন্দনীয় ও ন্যক্কারজনক: ফখরুল ইসলাম

রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও 
  • Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৫ Time View
বাউলশিল্পীদের ওপর হামলা নিন্দনীয় ও ন্যক্কারজনক: ফখরুল ইসলাম
বাউলশিল্পীদের ওপর হামলা নিন্দনীয় ও ন্যক্কারজনক: ফখরুল ইসলাম

বাউল শিল্পীদের ওপর হামলাকে ন্যক্কারজনক এবং বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি আঘাত হিসেবে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৬ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, বাউলরা বাংলাদেশের আবহমান সাংস্কৃতিক গ্রামবাংলার অবিচ্ছেদ্য অংশ। তারা মাঠে-ঘাটে-প্রান্তরে বাউলগান গেয়ে মানুষের মন জয় করে। তাদের ওপর হামলা উগ্র ধর্মান্ধদের ন্যক্কারজনক কর্মকাণ্ড। আমরা এর তীব্র নিন্দা জানাই। এ ধরনের হিংসার পথ বেছে নেওয়া কখনোই কাম্য নয়।

তিনি আরও জোর দিয়ে বলেন, এই ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং যেসব ব্যক্তি দায়ী তাদেরকে আইনের আওতায় আনা প্রয়োজন। রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ফলে কয়েক হাজার দরিদ্র মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার নিজস্ব উদাহরণ দিচ্ছি যে মহিলা আমাদের বাড়িতে রান্না করেন, তার বাড়িও সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

তিনি সরকারের কাছে দ্রুত পুনর্বাসন কার্যক্রম চালানোর আহ্বান জানান। অগ্নিকাণ্ডের পেছনে কোনো ষড়যন্ত্রের সম্ভাবনা থাকছে কি না এ প্রশ্নের জবাবে তিনি জানান, এটি দুর্ভাগ্যক্রমে ঘটছে। প্রধান কারণ হলো কাঠামোগত দুর্বলতা, দায়িত্বে থাকা ব্যক্তিদের অবহেলা, অগ্নিনির্বাপণ ব্যবস্থার অপর্যাপ্ততা এবং আইন না মেনে চলা।

মির্জা ফখরুল বলেন, যদি আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা হয় এবং সঠিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকে, তবে এমন দুর্ঘটনাগুলো নিয়ন্ত্রণ করা সহজ হবে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin