
বান্দরবানের আলীকদম উপজেলার ৩ নং নয়াপাড়া বাগানপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযানে দুই সেবীকে আটক করেছে নয়াপাড়া পরিবর্তন যুব সংঘের মাদকবিরোধী প্রতিরোধ কমিটি।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন-মংচপাড়া এলাকার জহরুল হকের ছেলে মোঃ রাসেল (২৩) ও নয়াপাড়া এলাকার মৃত জাকের হোসেনের ছেলে কাজল মিয়া (২২)।
পরে আটককৃতদের আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলমের নিকট হস্তান্তর করা হলে তিনি মোবাইল কোর্ট পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম মাদকবিরোধী আইন ২০১৮ এর ৪২ ধারায় দু’জনকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর তাদের আলীকদম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
স্থানীয় যুব সংঘের নেতারা জানান, মাদকমুক্ত সমাজ গড়তে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।