
লেনদেন বিরোধে ঘটনার সূত্র, বিয়েও ভেঙে যাওয়ার অভিযোগ
নারায়ণগঞ্জের রাসেল পার্কের পাশে রিদম প্লাজা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত একটি হিন্দু বিয়ের অনুষ্ঠান থেকে কনের বাবাকে অপহরণের ঘটনায় নতুন আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। অপহৃত ব্যক্তির নাম শম্ভু ঘোষ।
ঘটনাস্থল ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে বিয়ের আনুষ্ঠানিকতা চলাকালে হঠাৎ ১০–১২ জন অস্ত্রধারী দুর্বৃত্ত গাড়ি নিয়ে এসে শম্ভু ঘোষকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। তাদের হাতে পিস্তল ও ধারালো অস্ত্র ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
প্রথমদিকে ঘটনাটিকে সম্পূর্ণ অপহরণ হিসেবে দেখা হলেও পরে জানা যায়-শম্ভু ঘোষের বড় মেয়ের জামাইয়ের সঙ্গে দীর্ঘদিনের একটি ব্যবসায়িক টাকা লেনদেনের বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে নারায়ণগঞ্জ টানবাজার এলাকার শ্রীবাস সাহার নির্দেশেই এই অপহরণ সংঘটিত হয়েছে বলে পরিবারের অভিযোগ।
অপহরণের কিছুক্ষণ পর কনের বরের কাছে ৫০ লাখ টাকা দাবি করা হয়েছে বলেও জানা যায়। তবে পরিবার মনে করছে, টাকা দাবি মূলত পুরনো ব্যবসায়ী লেনদেনকে ঘিরেই, সরাসরি বিয়ের সঙ্গে সম্পর্কিত নয়।
এদিকে ঘটনার জেরে নতুন একটি হৃদয়বিদারক সংবাদও পাওয়া গেছে-কনের সঙ্গে যে ছেলের বিয়ে হওয়ার কথা ছিল, অপহরণকাণ্ডের পর সেই বিয়েও ভেঙে গেছে।
সদস্যরা জানিয়েছেন, কনের বাবাকে অপহরণের পর ছেলের পক্ষ মানসিকভাবে অস্বস্তিতে পড়ে এবং শেষ পর্যন্ত বিয়ে স্থগিতের পাশাপাশি সম্পর্ক ভেঙে যাওয়ার সিদ্ধান্ত জানানো হয়। ঘটনার পর পুরো পরিবার ভেঙে পড়েছে।
এদিকে পুলিশ জানিয়েছে-“এটি নতুন কোনো অপহরণচক্রের কাজ নয়। পরিবার ও সংশ্লিষ্টদের মধ্যে পূর্বের টাকা লেনদেনের বিরোধই ঘটনার মূল কারণ বলে মনে হচ্ছে। অপহৃতকে উদ্ধারে অভিযান চলছে।”
শম্ভু ঘোষকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য পরিবার ও স্থানীয়রা দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে।