বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ব্রাহ্মণবাড়িয়া পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাছির আহমেদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে তার কালাইশ্রীপাড়া অফিসে আয়োজিত এ মাহফিলে স্থানীয় নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল শুরুর আগে বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন আয়োজক নাছির আহমেদ। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া শুধু বিএনপির একজন শীর্ষ নেতা নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের প্রতীক। তার সুস্থতা পুরো জাতির কামনা। আজ আমরা সবাই মিলে মহান আল্লাহর কাছে দোয়া করছি, তিনি যেন দ্রুত পূর্ণ আরোগ্য লাভ করেন।”
মাহফিলে বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে থাকা খালেদা জিয়ার সুস্থতা জাতীয় রাজনীতির জন্য অত্যন্ত জরুরি। তারা আশা প্রকাশ করেন, আল্লাহর অশেষ রহমতে তিনি আবারও সুস্থ হয়ে দেশের মানুষের মাঝে ফিরে আসবেন।
মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন কালাইশ্রীপাড়া জামে মসজিদের খতিব মাওলানা ক্বারী জুনায়েদ আহমেদ সাদিকী। তিনি কোরআন তেলাওয়াত ও বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে দেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধিও কামনা করা হয়।
আয়োজনে উপস্থিত নেতাকর্মীরা জানান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সারাদেশের মানুষ উদ্বিগ্ন। তার সুস্থতার জন্য বিএনপি ও অঙ্গ সংগঠনসহ সাধারণ মানুষও বিভিন্ন স্থানে দোয়া মাহফিল করছে।