শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
Title :
সরকার গঠনের সুযোগ পেলে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমিরের মেহেরপুরে গৃহবধূ হত্যার ঘটনায় তিন কিশোর আটক বিদেশে চুরি করা টাকা ফিরিয়ে আনা হবে, লুটপাট করতে দেবনা- জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হচ্ছে সরস্বতী পূজা সিরিয়া-লেবানন সীমান্তে ইসরায়েলি বিমান হামলা, নিহত ২ গণতান্ত্রিক উত্তরণে অন্তর্বর্তী সরকারকে যুক্তরাষ্ট্রের জোরালো সমর্থন  মেহেরপুর-১ আসনে জামায়াত প্রার্থীর প্রচার কার্যক্রমের উদ্বোধন ঠাকুরগাঁওয়ে নির্বাচনী আচরণ বিধি না মানার অভিযোগে জামায়াতের প্রেস ব্রিফিং জামায়াতে ইসলামীর সমাবেশ সফল করতে দেবীগঞ্জ শুভেচ্ছা মিছিল ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের পক্ষে ছোট ভাই মির্জা ফয়সল আমিনের প্রচারণা

সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতিতে ব্রাহ্মণবাড়িয়ার ১১ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা স্থবির

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮ Time View
সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতিতে ব্রাহ্মণবাড়িয়ার ১১ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা স্থবির
সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতিতে ব্রাহ্মণবাড়িয়ার ১১ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা স্থবির

চার দফা দাবিতে পূর্ণ কর্মবিরতি শুরু করায় ব্রাহ্মণবাড়িয়ার সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে সোমবার সকাল থেকে বার্ষিক পরীক্ষার কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরীক্ষায় অংশ নিতে এসে শিক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্র থেকে আবার বাড়ি ফিরে যেতে বাধ্য হচ্ছে।

বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলার মোট ১১টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা এ কর্মবিরতিতে অংশ নিচ্ছেন। সকালে প্রতিটি বিদ্যালয়ে শিক্ষকরা ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কাজ থেকে বিরত থাকেন। এতে বক্তব্য রাখেন, অন্নাদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন সরকার, গভ. মডেল গার্লস হাই স্কুলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল লতিফ, সিনিয়র সহকারি শিক্ষক মোঃ গিয়াস উদ্দিন মূধা, সহকারি শিক্ষক আল আমিন, সিনিয়র শিক্ষক মোছা নাছিমা বেগম।

শিক্ষকরা বলেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা হলে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে তারা শুক্রবার ও শনিবারও পরীক্ষা নিতে প্রস্তুত। কর্মবিরতি অনির্দিষ্টকাল চলবে কি না, সে বিষয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন স্থানীয় শিক্ষকরা। সহকারী শিক্ষককে ৯ম গ্রেডে ক্যাডারভুক্তকরন, শূন্যপদে নিয়োগ-পদোন্নতি-পদায়ন, বকেয়া টাইমস্কেল-সিলেকশন গ্রেডের দ্রুত মঞ্জুরি, এবং ২০১৫ পূর্বের ইনক্রিমেন্টসহ বর্ধিত বেতন সুবিধা পুনর্বহাল। শিক্ষকরা অভিযোগ করে বলেন—দীর্ঘদিন ধরে এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করলেও কার্যকর কোনো সমাধান পাওয়া যায়নি। তাই বাধ্য হয়ে আন্দোলনে নামতে হয়েছে।

এদিকে কর্মবিরতির কারণে সকালে শহরের বিভিন্ন বিদ্যালয়ে উপস্থিত শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে না পেরে হতাশা প্রকাশ করে। অভিভাবকেরাও পরীক্ষার অনিশ্চয়তায় উদ্বেগ জানাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin