
খালেদা জিয়ার শারীরিক বিষয় পর্যবেক্ষণ নিয়ে রাতে বৈঠক করবে মেডিকেল বোর্ড। এই বৈঠকের পরই সিদ্ধান্ত হবে লন্ডন নেওয়া বিষয়ে। বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল।
মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে এয়ার অ্যাম্বুলেন্স দেশে আসবে বলেও জানানো হয়েছে। কাতারের সহযোগিতায় জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে।
এর আগে, ফুসফুসে সংক্রমণ হওয়ায় হঠাৎই শ্বাসকষ্ট নিয়ে ২৩ নভেম্বর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তারপর থেকে এখন পর্যন্ত হাসপাতালেই ভর্তি আছেন তিনি। বেগম খালেদা জিয়াকে দেখতে শুক্রবার যুক্তরাজ্য থেকে দেশে এসেছেন বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। বেগম খালেদা জিয়ার চিকিৎসার তদারকি করছেন তিনি। উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে লন্ডনে নিতেই দেশে এসেছেন ডাক্তার জুবাইদা রহমান।