
ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে অদম্য নারী পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন, জাতীয় মহিলা সংস্থা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দে-এর সভাপতিত্বে ও এস এম শাহীন–এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-সিভিল সার্জন ডাঃ মোঃ নোমান মিয়া, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল কাইয়ুম, বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথী, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মোঃ মোস্তফা কামাল, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহীনসহ আরও অনেকে। স্বাগত বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নিরুপা ভৌমিক।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ৫ জন অদম্য নারীকে পুরস্কৃত করা হয়। অতিথিরা নারীর ক্ষমতায়ন, অধিকার ও সমাজ গঠনে নারীর অবদানের গুরুত্ব তুলে ধরেন এবং নারীর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।