ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসন ও দূর্নীতি দমন কমিশনের উদ্যোগে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন এবং দূর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা। পরে সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দে এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফ, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক শরীফুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মোঃ নোমান মিয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ডক্টর মোস্তফা এমরান হোসেন, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল কাইয়ুম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহীন,দূর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক তারেকুর রহমানসহ আরো অনেকে।