পঞ্চগড় প্রেসক্লাবের নতুন সদস্যদের পরিচিতি সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকালে থেকে বিকেল পর্যন্ত এ পরিচিতি সভা পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড় জেলা প্রশাসন ইকো পার্কে অনুষ্ঠিত হয়।
পঞ্চগড় প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক প্রেসক্লাবের স্থায়ী কমিটির সদস্য দেশরুপান্তর, বাংলাদেশ অবজারভারের প্রতিনিধি শহীদুল ইসলাম শহীদ, জনকণ্ঠ চ্যানেল আইয়ের প্রতিনিধি এ রহমান মুকুল ও আমারদেশ চ্যানেল ২৪ এর প্রতিনিধি এ হোসেন রায়হান ৩২ জন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীকে নতুন সদস্য হিসেবে তাদেরদেরকে ফুল দিয়ে বরন করে নেন।
পরিচিতি সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন নব গঠিত পঞ্চগড় প্রেসক্লাবের সাধারন সম্পাদক বাংলাদেশ প্রতিদিন নিউজ ২৪ টিভির প্রতিনিধি সরকার হায়দার।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পঞ্চগড়ের পুলিশ সুপার রবিউল ইসলাম, জেলা প্রশাসক কাজী মোঃ সায়েমুজ্জামান, জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব বাংলাদেশ জাতীয় ফুটবল ফেডারেশন বাফুফে এর গভর্নমেন্ট রিলেশন কমিটির ডেপুটি চেয়ারম্যান ফরহাদ হোসেন আজাদ, জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, পঞ্চগড় পৌরসভার সাবেক চেয়ারম্যান জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী দেলোয়ার হোসেন, খেলাফত মজলিসের সেক্রেটারি মাওলানা মীর মুর্শেদ তুহিন, ইসলামী আন্দোলন এর জেলা শাখার সহ সভাপতি কাজী মাওলানা মোঃ আব্দুল্লাহ, পৌর বিএনপির সাধারন সম্পাদক জেলা জজ আদালতের জিপি এডভোকেট আব্দুল বারী।
শুভেচ্ছা বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি জনকণ্ঠ চ্যানেল আইয়ের প্রতিনিধি এ রহমান মুকুল, সমকাল ইন্ডিপেন্ডেন্ট টিভির সফিকুল আলম সফিক, প্রেসক্লাবের স্থায়ী কমিটির সদস্য দেশরুপান্তর অবজারভারের প্রতিনিধি শহীদুল ইসলাম শহীদ, প্রেসক্লাবের সভাপতি বাংলাভিশন কালবেলার প্রতিনিধি মোশাররফ হোসেন।
সংবাদকর্মীরা প্রেসক্লাবের নতুন কমিটি গঠনে সব দিক দিয়ে সহযোগিতা করার জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ ও জেলা প্রশাসনের প্রতি ধন্যবাদ জানান। প্রেসক্লাবের সকল কাজে বিশেষ করে প্রেসক্লাবে একটি নতুন ভবন নির্মান করার জন্য সহযোগিতা চান।
পরে জেলা প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ প্রেসক্লাবে একটি বড় ধরনের ভবন নির্মান করার জন্য সার্বিক ভাবে সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এখনটিভি কালেরকন্ঠের প্রতিনিধি লুৎফর রহমান। পঞ্চগড় প্রেসক্লাবের স্থায়ী কমিটির সদস্য, নির্বাহী কমিটির সদস্য ও সাধারন সদস্য মিলে প্রায় ৬০ জন সদস্য ও আমন্ত্রিত অতিথিরা প্রীতিভোজে অংশ নেন।
উল্লেখ, ১০ ডিসেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে পঞ্চগড়ের ঐতিহ্যবাহী সংগঠন পঞ্চগড় প্রেসক্লাবের সদস্যদের মধ্য থেকে নিয়ে ৫ সদস্য বিশিষ্ট স্থায়ী পরিষদ, ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এর বাইরে সাধারন সদস্য রয়েছে ৩৫ জন।