
রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি আয়েশাকে গ্রেফতার করেছে পুলিশ। বরিশাল থেকে তাকে ধরার খবর বুধবার (১০ ডিসেম্বর) নিশ্চিত করা হয়।
মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বাসার সপ্তম তলায় নৃশংসভাবে হত্যা করা হয় লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে (১৫)। শুরু থেকেই সন্দেহের তীর ছিল বাসার গৃহকর্মী আয়েশার দিকে।
এ ঘটনায় নিহত নাফিসার বাবা আ. জ. ম. আজিজুল ইসলাম মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তিনি উত্তরার একটি স্কুলে শিক্ষকতা করেন।