
ঠাকুরগাঁওয়ে দরিদ্র পরিবারের মাঝে সেমিপাকা স্যানিটেশন প্রকল্পে ৯টি সেমিপাকা স্যানিটেশনের বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ঢাকা এর সহযোগিতায় ও ঠাকুরগাঁও উপমা পল্লী উন্নয়ন সংস্থার আয়োজনে পৌর শহরের নিশ্চিন্তপুর ও সদর উপজেলার নারগুন ইউনিয়নের দক্ষিণ নিশ্চিন্তপুর গ্রামে নয়টি পরিবারের মাঝে এই সেমিপাকা স্যানিটেশনের বিতরণ করা হয়।
এ সময় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও উপমা পল্লী উন্নয়ন সংস্থার উপদেষ্টা জাহাঙ্গীর আলম, সংস্থাটির নির্বাহী পরিচালক ফারজানা আক্তার পাখি, কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক রোকসানা আক্তার, অর্থ সম্পাদক শ্যামলী বড়ুয়া, ঠাকুরগাঁও চ্যানেল এস এর সিনিয়র রিপোর্টার জয় মহন্ত অলকসহ অন্যান্যরা সেখানে নারীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সেখানে সংস্থাটির পরিচালক ফারজানা বলেন এই অসহায় মানুষগুলোর পাশে থেকে তারা দীর্ঘদিন থেকে কাজ করে আসছে। সেই সাথে কাজের মাধ্যমে বিভিন্ন নারীদের উদ্যোক্তা তৈরি হতে হবে। প্রতিষ্ঠিত হতে হবে তার জন্য সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তিনি। এছাড়াও শহর এবং গ্রামে বিভিন্ন নারীদের সমস্যার বিষয়ে সেখানে আলোচনা করা হয়।