তফসিল ঘোষণার পর বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ঠাকুরগাঁও ১ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ নির্বাচনী এলাকার ব্যানার ফেস্টুন খুলে নিচ্ছেন দলের নেতাকর্মীরা।
শনিবার দুপুরে পৌর শহরের সত্যপীর ব্রীজ বাসস্ট্যান্ড গোলচত্বরসহ বিভিন্ন এলাকায় দলীয় প্রচারণামূলক সামগ্রী অপসারণ কার্যক্রমে অংশ নেন জেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা।
এ বিষয়ে জেলা যুবদলের সদস্য সচিব জাহিদুর রহমান জাহিদ বলেন নির্বাচন কমিশন নির্দেশনা অনুযায়ী সব ব্যানার-ফেস্টুন সরিয়ে ফেলা হচ্ছে। তারা নির্বাচনী তফসিলকে ধন্যবাদ জানান। আশা করেন সারা দেশের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে অবাধ সুষ্ঠু উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা যুবদলের আহ্বায়ক আবু হানিফ মুক্তা, সদস্য সচিব জাহিদুর রহমান জাহিদ, পৌর যুব দলের সভাপতি মনিরুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, জেলা আহ্বায়ক কমিটির সদস্য আরাফাত আলী রনি, সাখাওয়াত হোসেন সাকিব, মোঃ সাদিকুল ইসলামসহ অন্যান্যরা।