মেহেরপুরের গাংনীর বামন্দীতে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাকেশ (১৫) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৯টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বামন্দীতে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাকেশ গাংনী উপজেলার তেরাইল গ্রামের কমিরুল ইসলামের ছেলে ও স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী।
প্রত্যক্ষর্দশীরা জানান, সকাল ৯টার দিকে রাকেশ ও তার বন্ধুরা দুটি মোটরসাইকেল নিয়ে বেপরোয়া গতিতে স্কুলে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি বাইকের সাথে মুখোমুর্খী সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক রাকেশ (১৫), শয়ন (১৬) এবং বিপরিত দিক থেকে আসা মোটরসাইকেল চালক অভিক (২৮) সড়কে ছিটকে পড়ে গুরত্বর আহত হয়। দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রাকেশকে মৃত ঘোষনা করে। শয়নের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। আহত অভিককে স্থানীয় একটি ক্লিনিকে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, উপজেলার বামন্দীতে দুটি মোটর সাইকেল দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত দুজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। দুর্ঘটনা কবলিত মোটর সাইকেল দুটি জব্দ করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
স্থানীয়রা জানায়, বেশ কয়েক মাস আগে স্কুল ছাত্র রাকেশ মোটরসাইকেল কিনে দিতে খাওয়াা-দাওয়া বন্ধ করে দেয়। এবং অত্মহত্যার মতো ঘটনা ঘটাতে পারে তাই পরিবারের সদস্যরা তার চাপাচাপিতে তাকে মোটরসাইকেল কিনে দেয়। রাকেশের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।