
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রদল নেতা মোঃ সাদ্দাম হত্যা মামলায় গ্রেফতার প্রধান আসামী ও স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দেলোয়ার হোসেন দিলিপের ফাঁসি এবং স্থায়ী বহিস্কারের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে।
আজ রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে সচেতন এলাকাবাসীর উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচী পালন করে। এতে এলাকার বিপুলসংখ্যক সাধারণ মানুষসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সজীবুর রহমান সজীব, জেলা ছাত্রদলের আহবায়ক শাহীনুর রহমান শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক আবুল হাসনাত ভজন, নিহত সাদ্দামের মা খুদেজা বেগম, স্ত্রী ফারজানা আক্তার তৃণা প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, দেলোয়ার হোসেন দিলিপ একজন রাজনৈতিক পরিচয়ধারী ব্যক্তি হয়েও প্রতিপক্ষের লোকজনদের ফাঁসাতে নিজ সমর্থক সাদ্দামকে রাতের আাঁধারে ঘর থেকে ডেকে এনে জবাই ও গুলি করে হত্যা করে। এমন নৃশংস হত্যাকাণ্ড জনমনে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। পুলিশ তাকে গ্রেফতার করলেও এখনো হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার হয়নি। বক্তারা দ্রুত হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারসহ তার ফাঁসির পাশাপাশি তাকে দল থেকে স্থায়ী বহিস্কারের জন্য দাবী জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, গত ২৭ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে লায়ন শাকিল গ্রুপের গুলিতে স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দেলোয়ার হোসেন দিলিপ এর তিনজন গুলিবিদ্ধ হয়। পরে ওই দিন রাতে সাবেক ছাত্রদল নেতাকে গুলি ও জবাই করে হত্যা করা হয়। এ ঘটনায় মামলা হলে পহেলা ডিসেম্বর ঢাকার বাসাবো এলাকা থেকে দিলিপকে গ্রেফতার করে র্যাব।