রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
Title :
দেবীগঞ্জে প্রচারনা করার সন্দেহে জামায়াতের প্রার্থীর স্ত্রীর গাড়ি আটকে দিল বিএনপির লোকজন ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলে যোগ দিলো গণঅভ্যুত্থানে অংশ নেয়া শতাধিক শিক্ষার্থী রবিবার সশস্ত্র বাহিনীসহ গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকে বসছে ইসি রাষ্ট্রদূত হিসেবে শপথ নিলেন ব্রেন্ট ক্রিস্টেনসেন ঘুষ গ্রহণের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানার দুই পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত কেন্দ্রের ব্যালট নষ্ট-অপসারণে ভোটগ্রহণ স্থগিতের নির্দেশ ইসির নির্বাচনের আগে রাজনৈতিক নেতাদের হত্যা, কার্যকর ব্যবস্থা নিচ্ছে না সরকার- মির্জা ফখরুল ব্রাহ্মণবাড়িয়া-১ আসন থেকে প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা স্বতন্ত্র প্রার্থী একরামুজ্জামানের পাবনা-১ ও ২ আসনে ভোটের কার্যক্রম আপাতত স্থগিত জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন বাণিজ্য প্রতিনিধির সাক্ষাৎ

বন্যহাতির ভিডিও ধারণ করতে গিয়ে পিষ্ট হয়ে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর 
  • Update Time : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৫৫ Time View
বন্যহাতির ভিডিও ধারণ করতে গিয়ে পিষ্ট হয়ে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু
বন্যহাতির ভিডিও ধারণ করতে গিয়ে পিষ্ট হয়ে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু

শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী এলাকায় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে এক কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার মালাকোচার সোনাজুরি নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ফারুক মিয়া (৪০)। তিনি পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ গ্রামের সুরুজ আলীর ছেলে এবং পেশায় একজন চা দোকানদার। সম্প্রতি বেশি আয়ের আশায় কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ শুরু করেন তিনি।

বন বিভাগ ও স্থানীয়রা জানান, দুই সপ্তাহ আগে উপজেলার বালিজুড়ি পাহাড়ের টিলায় ৩০-৪০টি বন্য হাতি অবস্থান নেয়। সোমবার মালাকোচা সোনাজুরি নামক এলাকায় একটি বাগানে হাতিগুলো অবস্থান নিলে অতি উৎসাহী হয়ে খুব কাছে গিয়ে ভিডিও করতে যান ফারুক মিয়া। এ সময় হাতির পাল তেড়ে এসে তার ওপর হামলা করে। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী বশীর মিয়া বলেন, ‘‘ভিডিও করতে করতে একদম হাতির কাছে চলে যান ফারুক। এ সময় দৌড় দিতে গিয়ে মাটিতে পড়ে গেলে হাতির দল পা দিয়ে ফারুকের মুখ, মাথা, পা ও পেটে আঘাত করে।’’

শ্রীবরদী বালিজুড়ি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া বলেন, ‘‘সম্প্রতি অতি উৎসাহী কিছু কনটেন্ট ক্রিয়েটর বনে উৎপাত শুরু করেছে। এ বিষয়ে সচেতনতায় আমরা মাইকিং ও প্রচারণা করছি। সীমিত লোকজন নিয়ে প্রতিরোধের চেষ্টাও করছি। আজ ভিডিও করতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে।’’

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মফিদুল ইসলাম বলেন, ‘‘হাতির আক্রমণে ফারুক নামে একজনকে আহতাবস্থায় হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’’

শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম বলেন, ‘‘লাশ বর্তমানে হাসপাতালের মর্গে রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin