
ঠাকুরগাঁও থানার গড়েয়া ইউনিয়নের আরাজী মাটিগাড়া এলাকা থেকে রব্বানী ইসলাম (১৩) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল ৫ ঘটিয়া নিজ বাসা থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছেন তার পিতা মো. আব্দুল লতিফ।
এ ঘটনায় তিনি রবিবার (১৪ ডিসেম্বর)রাব্বানীর পিতা ঠাকুরগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর: ৬৯০, তারিখ: ১৪/১২/২০২৫।
জিডি অনুযায়ী, রব্বানী ইসলামের গায়ের রং শ্যামলা, উচ্চতা আনুমানিক ৫ ফুট ১ ইঞ্চি এবং ওজন প্রায় ৪৮ কেজি। নিখোঁজের সময় তার পরনে ছিল নীল রঙের হাফ হাতা গেঞ্জি ও নীল জিন্স প্যান্ট। চুল ছোট কাটা।
পিতা জানান, সে বাসা থেকে বের হওয়ার পর অনেক খোঁজাখুঁজি করেছি। আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও আশপাশের সব জায়গায় খোঁজ নিয়েছি, কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি। আমি আমার ছেলের নিরাপদ ফিরে আসার কামনা করছি।
এ বিষয়ে ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মনির হোসেন বলেন, আমরা জিডি পেয়েছি এবং শিশুটিকে উদ্ধারের জন্য যথাযথ চেষ্টা করছি। এ বিষয়ে এস আই নূর আলম সিদ্দীক কাজ করেছেন।
কেউ রব্বানী ইসলামের খোঁজ পেলে নিচের নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে: ০১৭৭৩২৬১৪৯৫। নিখোঁজ শিশুর দ্রুত ও নিরাপদ ফিরে আসার জন্য প্রার্থনা করছেন স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্টরা।