
ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়।
সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। এরপর শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গার্ড অব অনার প্রদান করা হয়।
শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। পরে জেলা পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফ সহ রাজনৈতিক, সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ প্রশাসনের সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জেলা সিভিল সার্জন, পৌর প্রশাসক, উপজেলা পরিষদের জনপ্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, নানা শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।