
আবুধাবিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে মোস্তাফিজুর রহমানকে ঘিরে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের মাঝে কাড়াকাড়ি কম হয়নি। শেষ পর্যন্ত ২ কোটি রুপি ভিত্তিমূল্যের মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা।
এমন খবর শুনে বাংলাদেশ দলে মোস্তাফিজের সতীর্থ নাজমুল হোসেন শান্ত ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাসহ অন্যরা ইতিবাচক বার্তা দিয়েছেন। ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) আয়োজনে বিজয় দিবসে প্রীতি টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে মেহেদী হাসান মিরাজের ‘অদম্য’ দলের কাছে হেরেছে নাজমুলের ‘অপরাজেয়’।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচের সংবাদ সম্মেলনে মোস্তাফিজের খবর নাজমুলকে জানানোর পর তিনি বলেছেন, ‘শুনলাম। খুবই খুশি। কত জানি না। (সাংবাদিকেরা জানানোর পর)… ভাই এটা খুবই খুশির খবর। আমার মনে হয় আপনাদের উচিত এটা যত ভালোভাবে উপস্থাপন করা যায় মানুষের সামনে।’
উপস্থিত সাংবাদিকরা শান্তর কাছে পাল্টা জানতে চান মোস্তাফিজের কাছে তিনি ‘ট্রিট’ চাইবেন কি-না? নাজমুল হাসিমুখে রসিকতার সুরে জানালেন, ‘চেষ্টা করবো (ট্রিট) নেওয়ার। করাবে না মনে হয় (ট্রিট)। সংশয় আছে।’এদিকে মোস্তাফিজকে নেওয়ার পর নিজেদের এক্স হ্যান্ডলে তার একটি ভিডিও বার্তা প্রকাশ করে কলকাতা নাইট রাইডার্স। মোস্তাফিজ সেখানে বলেছেন, ‘হাই কেকেআর ভক্তরা। আমি মোস্তাফিজুর রহমান। কেকেআরের অংশ হতে পেরে আমি খুবই খুশি, আনন্দিত। দেখা হবে শিগগিরই।’
আইপিএলের চূড়ান্ত নিলাম তালিকায় বাংলাদেশের ফাস্ট বোলার নাহিদ রানাও ছিলেন। তবে নিলামে তার নাম ওঠেনি। মোস্তাফিজ মোটা অঙ্কের দামে আইপিএলে দল পাওয়ায় নাহিদ বলেছেন, ‘যখন আমরা ব্যাটিং করছিলাম তখন শুনেছি, শুনে অনেক ভালো লাগছে।’
বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করা পোস্টে লেখেন, ‘মোস্তাফিজ ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে খেলবে এবার, যা বাংলাদেশের টাকায় ১২ কোটি ৩৭ লাখ টাকা। অভিনন্দন ফিজ। বর্তমান যে ফর্ম, তাতে অবাক হওয়ার কিছু নাই; বরং দারুণ কিছু করবে ইনশাল্লাহ।’