মেহেরপুরের গাংনীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন আহত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে গাংনী-ধানখোলা সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, গাংনীর শিশিরপাড়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন (৭৫) ও আড়পাড়া গ্রামের হিম চানের ছেলে আলিফ (১৬)।
স্থানীয়রা জানান, গাংনী থেকে বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন ধানখোলা বাজারের দিকে যাচ্ছিলেন আর বিপরীত দিক থেকে দ্রুত গতিতে গাংনীতে যাচ্ছিলেন আড়পাড়া গ্রামের হিম চানের ছেলে আলিফ। ধানখোলা ফুটবল মাঠের কাছে পৌছুলে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুজনেই মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
এসময় ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহত দুজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।