
আততায়ীর গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই গণঅভ্যুত্থানের অদম্য যোদ্ধা শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশে রওয়ানা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১০টা ৪০ মিনিটে তিনি গুলশানের বাসভবন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে রওয়ানা দেন।
গত শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, শনিবার বেলা ১১টায় তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কবি নজরুল ইসলামের কবরে পাশে শায়িত শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। এ সময় তার সঙ্গে বিএনপির মহাসচিবসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।
উল্লেখযোগ্য, তারেক রহমানের কবর জিয়ারতের সুবিধার্থে শাহবাগ মোড় সাময়িকভাবে ছেড়ে দিয়েছে ইনকিলাব মঞ্চ। তারা এই সময় পার্শ্ববর্তী আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নিয়েছে।
ওসমান হাদির কবর জিয়ারত শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচন কমিশনে গিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রমেও অংশ নেবেন।