দেশের সব জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণের উদ্দেশে বাংলাদেশের নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী আগামী ৩০ ডিসেম্বর অভিভাষণ প্রদান করবেন। রবিবার (২৮ ডিসেম্বর) আইন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশিক্ষণ অধিশাখা) ড. আবুল হাসানাত সই বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরামর্শে আগামী ৩০ ডিসেম্বর সকাল ১০টায় সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে আয়োজিত প্রধান বিচারপতির অভিভাষণ প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য দেশের সব জেলার বিজ্ঞ জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে মনোনয়ন প্রদান করা হলো।
উল্লেখ্য, এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিচারকরা বিধি মোতাবেক টিএ/ডিএ পাবেন। এতে অংশগ্রহণের জন্য প্রাধিকারপ্রাপ্ত বিজ্ঞ বিচারকরা সরকারি গাড়ি ব্যবহার করে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন, তবে এক্ষেত্রে তিনি ভ্রমণ ভাতা পাবেন না।