সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুমা শহরের কাজীপাড়া এলাকায় অবস্থিত হযরত সৈয়দ কাজী মাহমুদ শাহ্ (রঃ) দরগা জামে মসজিদে বিএনপি নেতা মোঃ ইকবাল হোসাইনের উদ্যোগে আয়োজন করা হয়। এ সময় সেখানেই পবিত্র কোরআন খতম সম্পন্ন করা হয়। কোরআন খতম শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব শরীফ উদ্দিন আফতাবি। মোনাজাতে মরহুমার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করা হয়।
এদিকে জেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ৭ দিনব্যাপী কোরআন খতম ও দোয়া মাহফিল কর্মসূচি চলমান রয়েছে। শুক্রবার পর্যন্ত এ কর্মসূচি ৪র্থ দিনের মতো অব্যাহত রয়েছে।
এছাড়াও জেলার বিভিন্ন মসজিদে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে পৃথক পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।
দোয়া মাহফিলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ মুসল্লিরা অংশ নেন এবং প্রয়াত নেত্রীর প্রতি গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করেন।