
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চুরির অপবাদ দিয়ে ফেরিওয়ালা শাহিন মিয়াকে (২২) পিটিয়ে হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন চাতলপাড় ইউনিয়নের ফেদিয়ারকান্দি বেকিনগর গ্রামের ইয়াকুব আলীর ছেলে রুমান মিয়া এবং একই গ্রামের আব্দুল কাদিরের ছেলে জুনাইদ। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা গাজীপুর মেট্রো বাসন থানা এলাকা থেকে র্যাবের সহযোগিতায় তাদের আটক করা হয়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহিনুর ইসলাম জানান, শাহিন হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তারের পর বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, রোববার (২১ ডিসেম্বর) সকালে চাতলপাড় ইউনিয়নের ফেদিয়ারকান্দি গ্রামে চোর সন্দেহে শাহিন মিয়াকে আটক করে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা আক্তার মিয়া বাদী হয়ে নাসিরনগর থানায় ১১ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।